top of page

তোমার আদলে গড়ে নিয়েছি আমি মিথ্যার প্রতিরূপ

মূলত আমরা কেউ বেঁচে নেই আমাদের সময়ে হয় বিগত হয়ে গেছি সময়ের ভুলে অথবা এগিয়ে থেকে বাচার কথা বলছি ভুল বানানে

Death owns silence

Silence is the music of death

তোমার মৃত্যুতে আমার ঠিক কি কি ক্ষতি হল

চল তার একটা হিসাব কশি

গোলচত্বরের পাশে দাঁড়িয়ে থাকতে আমার খুব একটা খারাপ লাগতনা

বিশেষ করে বাদামটা ভালো পাওয়া যেত ওখানে

ওদিকটায় আর তেমন জাওয়া হবেনা

পুতু পুতু প্রেমটা সম্পূর্ণ তোমার অধিকারে ছিল

ঐ ব্যাপারে উৎসাহ না বাড়লেও কেমন যেন একটা নেশা দ্রব্যের মত হয়ে গেছে

সকালের ঘুম ভাঙ্গানো বিকালের চা - এগুলো অনভ্যাসে বদলে ফেলব

কিন্তু ঐ গন্ধটা

তুমি তো বলেছিলেই যে ওটা শুধু তোমার কাছেই পাওয়া যাবে

এক শিশি দিলেনা কেন আমাকে? দামি পারফিউমটা ভেঙ্গে ফেললাম সেদিন

এমনিতেই , কোন কারন ছিলনা

লোভটা কমে গেল অনেকটাই

কি যেন একটা সুখ সুখ লোভে সব সময় আছন্ন থাকতাম

এখন ওটা হারিয়ে কিন্তু বেশ ফুরফুরে লাগছে

তারমানে খতির সাথে লাভও হয়েছে খানিকটা

আসলে সেভাবে দেখলে কিন্তু লাভই বেশি

একা বের হওয়াটা কোন কঠিন ব্যাপারনা

নিতান্তই একটা অভ্যাসের কারনে তোমাকে ছাড়া বের হতে ইচ্ছা করতনা

এখন কিন্তু বেশ একাই যাই আসি

সিগারেট খেলে এখন আর কাশি আসেনা

আমার হৃদযন্ত্রের সাথে ওর বোজাহপড়াটা চমৎকার!

আরেকটা শুবিধে,

কাউকে দেখে আর ইর্শা বোধ করিনা

তোমার আলগা পিরিতি কথা গুলোও আর শোনা হয়না

এইতো দু একটা চায়ের কাপ আর আমার গোটা শরীর, এর বাইরে তুমি আর তেমন করে থাকতে পারলেনা

তোমার মৃত্যুতে আমার ক্ষতি বলতে একটা গোটা নিঃশব্দ

আমার হয়ে গেছে।।

Asif Salman Photography

Featured Posts
Recent Posts
bottom of page