ব্যার্থ প্রেমিক কেবল একটা ছদ্দবেশের নাম!
Everything we hear is an opinion, not a fact.
Everything we see is a perspective, not the truth. - Marcus Aurelius.
ব্যার্থ প্রেমিক কেবল একটা ছদ্দবেশের নাম
সারা শরীরে উৎকট কেমিক্যালের গন্ধ জড়িয়ে শহরের বুক চিঁরে বসানো রাস্তায় অনবরত ভিড় করে গল্প শুনতে অনিচ্ছুক একদল মানুষ। তাদের ভালোবাসার ভাষা এক, প্রেমিকার শরীরের গন্ধও এক, আর এক তাদের একঘেয়েমি জীবন। এমনকি কবিদের জীবনও যারা কিনা দল বেধে কবিত্ব ছেড়ে উন্নত জিবনের পথে ছোটার সহজ সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে (নেড়ী কুত্তার দলে ভীড়ে অপেক্ষায় আছে শিকারের খোঁজে) কোথাও তাই আর কোন নেশা নেই নেই কোন পচে যাওয়া গন্ধ ব্যর্থ প্রেমিক কেবল তাই একটা ছদ্দবেশের নাম।।
- আসিফ সালমান (মার্চ.১৭)
Save
Save