অদ্ভুদ ভালো আছি
এটা মানুষের গল্প
সবটাই মানুষ
সকাল থেক সন্ধ্যা আমরা মানুষের গল্পই শুনি।।
শহরের এই রাতারাতি বদলের সাক্ষী হয়ে দিন পার করছি,
পিপীলিকার পালের সাথে ঘুরে ঘুরে সময়ের হিসাব যাচ্ছে হারিয়,
ভালো মানুষের মন্ত্র কেউ আর পাঠ করেনা এ গাঁয়ে
গরুর রাখাল, নৌকার গলুই, পাকড়া তলা
এমন শব্দেরা দূর সমুদ্রে ভাসতে থাকা টিম টিমে মেছো নৌকার সাথে মিলিয়ে যাচ্ছে
তবু অদ্ভুত ভালো আছি
ভালো আছি অন্তর্জালে
ভালো আছি ধুলোয় ভরা আকাশের দলে ভিড়ে
ভালো আছি মরে পড়ে থাকা নদীর ধারে
অদ্ভুত রকম ভালো আছি।
আজো রাত জেগে গল্প দেখি
দেশবিদেশের গল্প
রক্ত-মাংশের মানুষ আর কল্পনার অতিমানবের গল্প
সেই ছোট্টবেলার মতই
গল্পেরা ভেসে বেড়ায়
গল্পের কোন অন্ত নেই
একি গল্প নানান দেশে , নানান ভাসায়
সবই মানুষের গল্প
আহ! মানুষ
যেন চলমান সময়
মৃত নদী,
চিপা রাস্তা অলিগলি,
আকাশ আর কাক,
তারের প্যাঁচ,
লালন আর পীর,
নিত্য নতুন মুরিদ আর -
অন্তর্বাসে অন্তর্জাল ।।
Save