ঢাকানামা - ১
ধানমণ্ডির নামী কোন একটা বহুতল রেস্টুরেন্টে কিছু মানুষ জন্মের উতসবে মত্ত,
শহরের কোলাহলে তাদের হাহাহিহি ঢাকা পড়ে যাচ্ছে ।
তবু উতসবের তোড়ে তাদের বেলুনগুলো জানালা খুলে পালাতে গিয়ে সোজা গ্যালিলিওর পিসার হেলানো টাওয়ারের পরীক্ষাকে প্রমান করতে করতে এক জোগে নিচে নামতে থাকলো।
নিচে শুধুই হাটতে থাকা মানুশগুলোর ভিতর কিছু বিচ্ছিন্ন টকাই কিংবা পথশিশু একযোগে ঝাপিয়ে পড়ল সেই বেলুন গুলোর উপর।
কি অদ্ভুত বৈপরীত্য!!