অহেতুক
১#
মুক্তি নেই, এসবের মুক্তি নেই মৃত্যু ছাড়া,
আর নষ্ট DNA তে বেঁচে থাকে ভবিষ্যতের খুনিরা
দল বেঁধে তারা যায় উন্মত্ত কোন সৈকতে
খেলে যায় বোবা 'রক এন্ড রোল'।
খেতে পেয়েও পিছিয়ে যায় মডেল ভিক্ষুক
ফিগার ঠিক রাখতে হয় পেশার চাপেই
ভালোবাসা অন্ধ হয়ে যায় খ্যাতিতে
মুক্তি তবু মেলেনা মৃত্যু ছাড়া
তৃণভূমে ওড়ে রিফিউজির পতাকা
নেতাদের খোলস বদলের সময় এসেছে-
এসময় সাপেরা ছোবল মারে ।
স্বচ্ছ চশমায় দেখা যায় নিয়ন আলোর ঝিলিক
নতুন মঞ্চে হয় একক পরিবেশনা
সাজানো মুখোশের নাম সুন্দরীতমা
এসবই দিনের আলোয় ঘটে যায় প্রতিদিন
নষ্ট সৈনিকের ভ্রুনে বেড়ে ওঠে আগাছাটা ঘাস
আর রাতের আলোয় শুধু অবিরত কুচকাওয়া।।
২#
খুনের আসামী হয়ে বৃষ্টি এল
পৃথিবী হঠাৎ যেন খনিকের তরে জিরিয়ে নেয়ার অবকাশ পেল
যেন প্রাত্যহিক গোসল
থেমে গেল মানুষ, পিপড়া আর আগুনে পাখির মিছিল
ভিজে গেল আকাশের ছায়ায় সরিয়ে রাখা সব জীবন্ত গাছ
বৃষ্টি বয়ে চলল,
কোন দেবতার তূনের আঘাতে সে হয়ে পড়ল অসহায়
বিকট শব্দে ভাঙ্গিয়ে দিল শহরবাসির ঘুম