একদল বুনো মহিষের কাড়াকাড়ি
রাতের মিছিলে এখনো কন্সট্রাকশ্নের শব্দ,
শবযাত্রায় হয়না আর শোকের মিছিল,
অদুভত রকম গা সোওয়া একটা স্বেচ্ছাচারি জীবন।
যেন একটা বিশাল ভাগাড়ের ভিতর ঘুরে ফিরে আস্ফালন,
ভাগাড়ের কেন্দ্র নিয়ে একদল বুনো মহিষের কাড়াকাড়ি।
মানুষের গায়ে গায়ে মানুষ,
দেয়ালের এপাশে ওপাশে মানুষ,
ডোবানালা ডাস্টবিনেও উচ্ছিষ্ট মানুষ,
কি করুণ সব আবর্জনার ভার সবার কাঁধে।
এর ভিতরেও বেচে থাকার সার্থকতা ভেবে ভেবে হয়রান,
সব কবি নেতা আর বইয়ের মলাট বেচা আড়তদাররা,
হাসতে হাসতে কথা বলছে কান্নার মত করে,
তাতে নাকি অনেক আশার ঝিলিক মেলে!
কি কুতৎসিত সব কল্পনার নদী,
সব শান্ত ভাবাবেগের সমাধী,
এক পাল নেকড়ের মত কিংবা নেড়ি কুত্তার দল।
আসিফ সালমান
- মোহাম্মদপুর, ঢাকা
(লেখাটি, লেখক কর্তৃক কপিরাইট আইনে সর্বস্বত্ব সংরক্ষিত। আংশিক বা পূর্নাংগ, কোন আংগিকেই (অনলাইন অথবা অফলাইন সব ধরনের মাধ্যমে প্রকাশ সম্পূর্নরূপে নিষিদ্ধ।))