অনুভূতিহীন সময়
একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে শিখছে সবাই
আলাপনের মাধ্যমে ছড়াচ্ছে সম্পর্ক ।
মিথ্যে আলিঙ্গনে খুলছে চুলের খোঁপা
মানুষের পরিচয় বদলাচ্ছে বদলাচ্ছে সময় পালানোর অভিজ্ঞতা ।
একে একে সব কথা লিখে ফেলা হচ্ছে কাগজে ,
রুটিন করে শেখা হচ্ছে পালাবদলের ধূমপান
শিহরন শিখছে মন কাল অকালে
উচ্ছন্নে যাচ্ছে চরাঞ্চলের বেদনা
ঘুড়ি হয়ে উড়ছে আকাশের তাঁরা ।
সব রঙ পূরানো হয়ে পড়ছে
কাক ভোরেই তাই বিনম্র কাকের জয়ধ্বনি
একটি ভয়ানক প্রক্রিয়া
অসম্পূর্ণ একটা খবরের কাগজযার নিয়মিত আয়োজনে থাকে বেহিসাবি রসিকতা
অতীতের বেদনার গাঁজাখুরি মন্তব্য
সব কিছুই চলে ধারাবাহিক প্রক্রিয়ায়
মৃত্যু ঢেলে দেয় পানি - আগুনে
সব শিখে ফেলে শিক্ষিতেরা
পরিচিতেরা চায় শুধু খাদ্য
লাল গোলাপের পাপড়িতেও লেখা থাকে ভাগ্যের কথা
জীবন্ত জীবন নয় , অচেনার মাঝেই পরিচিত হাসি
একলা মেঘের দুঃখগাহন , প্রেমালাপের সারাংশ
এভাবেই নানান প্রক্রিয়ায় পার হচ্ছে অনুভূতিহীন সময়
আসিফ সালমান
যশোর - ১৯-০৩-১২
(লেখাটি, লেখক কর্তৃক কপিরাইট আইনে সর্বস্বত্ব সংরক্ষিত। আংশিক বা পূর্নাংগ, কোন আংগিকেই (অনলাইন অথবা অফলাইন সব ধরনের মাধ্যমে প্রকাশ সম্পূর্নরূপে নিষিদ্ধ।)