কুম্ভলতা
স্বর্গ থেকে ফেরে তার চাদরের আস্ফালন
ঘেটে থাকে শব, বিচ্ছিরি আদর তার কোলে
রাঙ্গা দেয়াল ছুটে যায় কবিতার আন্দোলন।
কোথায় জানি এমন একটা শব্দ জন্মায়,
বোধের উপর প্রলেপ লেপ্টে লেপ্ট্
ঘীয়ে রঙের নদীতে মেশে সে বেলার ফিকে আওয়াজ।
তার কোন চোখ নেই, দেশ নেই
শুধু জন্মেই জন্ম জন্মান্তরের ভিখিরীরা,
তার হয়ে গিবত গায়, এক পেয়ালা জল ছিটিয়ে-
বার বার এমন হয় জেনে,
সে একটা ছদ্মবেশ ধরে বাবা আদমের।
তারপর অনবরত বিশ্রী ক্রন্দন,
ঠাইবিহীন শূন্য একটা জায়গায় তার বার বার যেতে হয়
সব কিছু ফিরে ফিরে এসে ছড়িয়ে যায় একটা-
চরিত্রের ভিতর দিয়ে, যার কোন বদল নেই
নিজের ইচ্ছায় তাদের কিছুই হয়না
রাজ্য , রানি, রাগ , হ্দয়।
সব শুধু ঘুরিয়ে ফিরিয়ে মারার একটা অনন্ত চক্রের নাম
আগে থেকে লিখে রাখা সংলাপ ছাড়া
এই মহাবিশ্বে আর একটাও বাতি জ্বলে নেই।।
- আসিফ সালমান (২০২১)
(লেখাটি, লেখক কর্তৃক কপিরাইট আইনে সর্বস্বত্ব সংরক্ষিত। আংশিক বা পূর্নাংগ, কোন আংগিকেই (অনলাইন অথবা অফলাইন সব ধরনের মাধ্যমে প্রকাশ সম্পূর্নরূপে নিষিদ্ধ।)
Comentários